খুটাখালী বাজুয়া আর্য্য হরিসভা মন্দিরে মহানাম যজ্ঞে সাবেক এমপি ননী গোপাল মন্ডল

0
20

শুভ মন্ডল-নিজস্ব সংবাদ দাতা:

খুটাখালী বাজুয়া হরিসভা মন্দিরে ৪২ তম বার্ষিকীতে ৫৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞে খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার প্রভাবশালী সদস্য ননী গোপাল মন্ডল,বাজুয়া সুরেন্দ্রনাথ মহা বিদ্যালয়ের অধ্যক্ষ বাবু শ্যামল কুমার মন্ডল,চালনা এম এম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবু অসীম কুমার যোদ্দার।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বাংলাদেশ আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (সাংবাদিক) নিশিত রঞ্জন মিস্ত্রী, দাকোপ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং লাউডোব ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান শেখ যুবরাজ,দাকোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দাকোপ শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় মোড়ল,বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানষ মুকুল রায়,দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচিন্দ্র নাথ মন্ডল,লাউডোব ইউনিয়ন পরিষদের সদস্য তাপষ হালদার প্রমুখ নেতৃবৃন্দ।