
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১১টি গরু আটক করেছে বিজিবি। দিয়াডাংগা বিওপির সুবেদার দীনেশ চন্দ বর্ম্মণ এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়- টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাঁচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে আজ রবিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টায় মেইন পিলার ৯৭৮ এর ১০ এস হতে আনুমানিক ২০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি চেকপোষ্ট জামতলা নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে একজন লোক পায়ে হেটে গরুগুলি নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই গরুগুলি ফেলে দ্রুত পালিয়ে যায়।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন জানান- উদ্ধারকৃত ১১টি গরুর সিজার মূল্য ৭ লক্ষ ৭০ হাজার টাকা। বর্তমানে গরুগুলি কাস্টমস এর প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।