ইমাদ পরিবহন যেনো ব্রেক শূন্য বাস

0
6

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মাওয়া এক্সপ্রেসওয়ে যেনো মৃত্যুপুরী। মাওয়া এক্সপ্রেস ওয়েতে গাড়ীর অনেক চাপ থাকে সারাদিন রাত। এই রোডে বাসগুলো সর্বোচ্চ গতি চলে। 
যদিও গতির সর্বোচ্চ ৮০কিঃমিঃ নির্ধারিত করে দেওয়া আছে। এই রাস্তায় স্বনামধন্য সকল বাসই চলাচল করে। বর্তমানে লক্ষ্য করা গেছে ইমাদ পরিবহন বেপরোয়া গাড়ী চালিয়ে থাকে। তাদের বেপোয়া গাড়ী চালানাের জন্য অন্যন্য ছোট পরিবহনগুলো বিপদের মুখে পড়ে যায়। কিছু সময় তাদের ওভারটেক করাটা অন্যান্য গাড়ীর জন্য বিপদ বয়ে আনে। এসমস্ত হাইওয়েতে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো জোরদার করতে হবে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
পদ্মা এক্সপ্রেস ওয়েতে সর্বোচ্চ গতির নিশ্চয়তা করতে হবে অতি দ্রুত। সব পরিবহনের জন্য নির্ধারিত গতি ঠিক থাকতে হবে, তবে দূর্ঘটনা  কমে যাবে। সড়ক ও জনপদ উপদেষ্টা পরিষদ এ ব্যাপারে একটা ব্যবস্থা নিবেন বলেই যাত্রী সাধারণদের আশা। কিছু প্রাইভেট কারের ড্রাইভারদের সাথে আলাপকালে জানা গেছে, রাস্তায় যদিও ৮০কিঃমিঃ লেখা থাকে, অথচ বাসগুলো গতিতে বুঝা যায় ১০০ এর উপরে গতিতে চলছে। এসমস্ত মহাসড়কে গতির নিশ্চয়তা করা গেলে তবেই দূর্ঘটনা কমে যাবে বলেই সকল চালক জানিয়েছেন।