
মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ গত ১১ তারিখ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাইয়ে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু পরিষদ,হাবিপ্রবি শাখার কেন্দ্র অনুমোদিত কমিটি। এতে আহবায়ক হিসেবে অনুমোদন দেয়া

হয়েছে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক কে এবং সদস্য সচিব হিসেবে অনুমোদন দেয়া হয়েছে সৌরভ পাল চৌধুরী জর্জ কে । কমিটির অন্যান্য সদস্যরা হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ মিজানুর রহমান , জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস , অর্থনীতি বিভাগের ফাহিমা খানম , ইঞ্জিনিয়ারিং অনুষদের ড. মোঃ মফিজ উল ইসলাম , সিএসই অনুষদের আশীষ কুমার মন্ডল , ইলেকট্রনিক্স বিভাগের ড. মোঃ সাজ্জাদুর রহমান , ভেটেরিনারি অনুষদের ড. মোঃ রাশেদুল ইসলাম , ইঞ্জিনিয়ারিং অনুষদের শক্তি চন্দ্র মন্ডল , একাউন্টিং বিভাগের সাইফুল ইসলাম , পরিসংখ্যান বিভাগের জিয়াউল হাসান , মাৎস্যবিজ্ঞান অনুষদের মোঃ হাফিজ আল হোসেন , সমাজবিজ্ঞান অনুষদের মোঃ সাইফুদ্দিন দুরুদ , ইঞ্জিনিয়ারিং অনুষদের শিহাবুল আউয়াল, ভেটেরিনারি অনুষদের ডাঃ মোছাঃ মিসরাত মাসুমা পারভেজ , গনিত বিভাগের মোঃ আল আমিনএবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অনুষদের তানজিনা সুলতানা । ইতোমধ্যে এই পরিষদ শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে বিভিন্ন কর্মসুচি ঘোষণা করেছে ।