
মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ আজ সকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডের ঢালাইকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুঃ আবুল কাসেম।

উদ্বোধনের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে উপাচার্য বলেন এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল । বার বার নিম্নমানের কাজ হওয়ায় এই জায়গাটি প্রায় চলাচলের অনুপযোগি ছিল । তাই এবার কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আমি শুনেছি গত বছর এই খানা খন্দের জন্যই এখানে আমাদের এক ছাত্রের জীবন অকালে চলে গেছে , আমি তার রূহের মাগফিরাত কামনা করি । আমি চাইনা আর কোন মেধাবি জীবন অকালে ঝরে পড়ুক, আর কোন বাবা মায়ের বুক এভাবে খালি হোক । এই কাজ চলাকালিন আমি কয়েকবার এটি পরিদর্শনে এসেছিলাম , নিম্নমানের ইট বালু ফিরিয়ে দিয়েছি , ঠিকাদার কে বার বার বলেছি যেন কাজের মান খারাপ না হয় ।তিনি বলেন আগে বাস রাখার জায়গা ছিলনা , গ্যারেজটা অনেক ছোট ছিল , সেটা বড় করা হচ্ছে । এদিকে বাস স্ট্যান্ডের কাজে নিয়োজিত ঠিকাদার উপাচার্যকে বলেন ঢালাই কাজ আজকেই শেষ করার চেষ্টা করা হবে এবং কাজের মান অত্যন্ত ভালো বলে জানান তিনি । এরপর মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখা পরিদর্শন করে সেখানকার নোংড়া পরিবেশ নিয়ে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেন করে । সবশেষে

vc sir14
সকাল ১০ টায় তিনি পরিসংখ্যান বিভাগ আয়োজিত “Advance Data Analysis,Dynamic Report Writing and Generating Package Using RStudio ” শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন করেন।