জীববিজ্ঞান ১ম পত্র,অধ্যায় – ১: কোষ ও গঠণ

0
23

বিপুল জামান লিখন,নেত্রকোণা সরকারী কলেজ(শিক্ষার্থী)ঃ-১.মানবদেহেক্রোমোসোমেরসংখ্যাকত?
ক) ২৩টি খ) ৪৪টি গ) ৪৬টি ঘ) ১৬০০টি
২.ক্লোরোপ্লাস্টেরজন্যপ্রযোজ্য-
i. ৫০-৬০টিগ্রানাথাকে
ii. আকৃতি (পেয়ালাকৃতি, সর্পিলাকার, জালিকার)
iii. ব্যাস৩-৫মাইক্রেন
নিচেরকোনটিসঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিকউত্তর: (গ)
৩.DNA অণুরমূলকাঠামোকোনটি?
ক) গুয়ানিন খ) নিউক্লিওটাইড
গ) অ্যাডেনিন ঘ) সাইটোসিস
সঠিকউত্তর: (খ)
৪.নিউক্লিয়ারমেমব্রেনেরকাজকোনটি?
ক) নিউক্লিয়াসকেরক্ষণাবেক্ষণকরা
খ) রাইবোজোমপ্রস্তুতকরা
গ) RNA সংরক্ষণকরা
ঘ) অণুনালিকাগঠনকরা
সঠিকউত্তর: (ক)
৫.কোনটিবার্তাবহ RNA?
ক) mRNA খ) gRNA
গ) tRNA ঘ) Minor RNA
সঠিকউত্তর: (ক)
৬.গলজিবডিযেসবঅংশনিয়েগঠিতহয় –
i. ভেসিকল
ii. সিস্টারনি
iii. ভ্যাকুওল
নিচেরকোনটিসঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিকউত্তর:
৬.কোষেরঅম্লত্বওক্ষারত্বনিয়ন্ত্রণকারীঅঙ্গাণুকোনটি?
ক) কোষপ্রাচীর খ) সাইটোপ্লাজম
গ) কোষঝিল্লি ঘ) এন্ডোপ্লাজমিকরেটিকুলাম
সঠিকউত্তর: (খ)
৭.কোষপ্রাচীরেরকাজকোনটি?
ক) কোষকেনির্দিষ্টআকৃতিদান
খ) নিউক্লিয়ারমেমব্রেনতৈরিতেসহায়তাকরা
গ) শক্তিউৎপাদনকরা
ঘ) প্রোটিনসঞ্চয়করা
সঠিকউত্তর: (ক)
৮.প্রোক্যারিওটিককোষেররাইবোজোমকোনধরনের?
ক) 50S খ) 60S গ) 70S ঘ) 80S
সঠিকউত্তর: (গ)
৯.DNA এরযেসবনিউক্লিওটাইডকোডনগঠনকরেনাতাদেরকিবলে?
ক) ইন্ট্রন খ) রেকন
গ) গ্লাইকোজেন ঘ) সিস্ট্রন
সঠিকউত্তর: (ক)

১০.রাইবোজোমেরপ্রধানকাজকোনটি?
ক) খাদ্যতৈরিখ) চর্বিতৈরি
গ) প্রোটিনতৈরি ঘ) রেচনক্রিয়া
সঠিকউত্তর: (গ)