মুহিউদ্দিন নুর , দিনাজপুর প্রতিনিধিঃ আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো একটি মাইক্রো ও একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্সের। বিকেলে টিএসসির সামনে এর উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুঃ আবুল কাসেম। এরপর এ উপলক্ষে টিএসসির দ্বিতীয় তলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে সভাপতিত্ব করেন পরিবহন শাখার কো অর্ডিনেটর ড মফিজুল ইসলাম , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুঃ আবুল কাসেম, আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব vc sir 12
প্রফেসর ড. সফিউল আলম এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ডা ফজলুল হক , ড. শাহাদাৎ হোসেন খান , ডা. হারুন অর রশিদ , ড. খালেদ হোসেন, ড শ্রিপতি শিকদার, সৌরভ পাল চৌধুরী , শক্তি চন্দ্র মন্ডল সহ অনেকেই । মাননীয় উপাচার্য তার বক্তব্য বলেন এই বিশ্ববিদ্যালয়ে প্রায় বার হাজার শিক্ষার্থী রয়েছে, এর মাঝে ১৭০ জন বিদেশী শিক্ষার্থী আছে; যা দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে নেই। “উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহণ শাখাকে আরও সমৃদ্ধ করতে আগামী এক মাসের মধ্যে ৫০ সিটের দুইটি বাস এবং একটি পিক-আপ বিশ্ববিদ্যালয়ে আসতেছে” । সামনে আরও মিনি বাস আসবে । আমাকে সুষ্ঠু পরিবেশ দিলে আমি উন্নয়নের ধারা অব্বহত রাখব । এরপর তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাজার ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সবায় বসেন , যেন বিশ্ববিদ্যালয়ের সামনে ময়লা ফেলা না হয় তার জন্য তাদের সহযোগিতা কামনা করেন ।