অনলাইন ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়েহিদ জামালসহ তিন জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থ আত্মসাতের মামলায় তাদেরকে আটক করা হয়।

আটককৃত বাকি দুইজন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহাকরী পরিচালক মোফাজ্জল হোসেন। সোমবার ভোর রাতে দুদকের একটি টিম মিরপুরের বাসা থেকে তাকে আটক করে। এই টিমের নেতৃত্ব দেন দুদকের উপ পরিচালক মোরশেদ আলম।
দুদকের উপ পরিচালক মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন পর্যায়ের নিয়োগে কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেন তিনি। পরে এসব অভিযোগ এনে ২০১২ সালে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি আদালত এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন। “