লালমনিরহাট দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ

0
18

প্রদীপ কুমার রায়, #লালমনিরহাট প্রতিনিধি: আজ ২২ জুলাই ২০২১ সকাল ৯:১৫ মিনিটে লালমনিরহাট জেলার #সাপ্টিবাড়ী নামন স্থান দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কেউ হতাহত না হলেও বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উলেখ্য শ্যামলী নামের একটি বাস পাটগ্রাম বুড়িমারী থেকে লালমনিরহাটে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে সাপ্টিবড়ীতে অপু তিশা নামের চট্রগ্রাম হতে ছেড়ে আসা বাসটিকে সামনা সামনি ধাক্কা মারে।

যাত্রীরা বলচ্ছে শ্যামলী বাসের ড্রাইভার কিছুটা ঘুমন্ত অবস্থায় ছিল।