নারায়ণগন্জে টিসিবির উদ্দ্যেগে কমমূল্যে চাল

0
6

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আজ দুপুর থেকে নারায়ণগঞ্জের নগর ভবনের সামনে টিসিবির কমমূল্যে চাল ও আটা বিক্রয় করা হয়েছে। শহরের কম বেতনের মানুষগুলোর সুবিধার্থে টিসিবির এই উদ্দ্যেগ ছিলো প্রশংসনীয়। কেননা কম মূল্যে কিনতে পারছে চাল, আটা, তেল, ডাল সহ বেশ কিছু পণ্য। নারায়ণগঞ্জের বেশ কিছু স্থানে টিসিবি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এতে করে নিন্ম আয়ের মানুষজন কমমূল্যে চাল, ডাল, তেল কিনতে পারছে। প্রত্যেক মানুষের জন্য জনপ্রতি নির্ধারিত করে দেওয়া হয়েছে। আজ দেওয়া হয়েছে চাল ৫ কেজি, আটা ৫ কেজি। নিন্মআয়ের মানুষগুলো বাংলাদেশ সরকারের এই কার্যক্রমকে সাধুবাদ জানায়। করোনাকালীন সময়ে এই টিসিবি সেবা অব্যাহত থাকবে।