এস.এম. ইমাদ আহমদ, বিশেষ প্রতিনিধি : করোনায় বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীর মৃত্যুর ১৩ ঘণ্টা পর একই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন দলটির আরেক নেতা খন্দকার আহাদ আহমেদ।
শনিবার (২০ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আহাদ আহমেদ গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য ও জি-নাইন এর সদস্য ছিলেন।
আহাদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শনিবার বেলা সোয়া ১১টার দিকে সিএমইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা রুহুল আলম চৌধুরী।
তার মৃত্যুর শোক না কাটতেই আবার রাজনৈতিক সহকর্মীর মৃত্যুর খবর পেলেন বিএনপি নেতারা।