
বিপুল জামান লিখন, নেত্রকোণা প্রতিনিধি:
আজ (২৬ এপ্রিল) সোমবার নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আগুনে গোয়ালা পুড়ে যায়।নান্দাইল থেকে ধান কাটা শ্রমিকদের উপার্জিত ধান আগুনে নষ্ট হয়।গোয়ালার ভিতর প্রায় ৪ টন পরিমাণ ধান ছিল যা ১০০ মণের অধিক।আগুন লাগার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে সব কিছু পুড়ে যায়। গেয়ালার নিয়ন্ত্রণে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করতো।প্রায় ৬০-৭০ হাজার টাকার সমমূল্যে মোবাইল ও পরিধেয় কাপড় ইত্যাদি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে কোনো নিহত না হলেও একজন সামান্য আহত হয়েছে।আগুনের সূত্রপাত কোথায় থেকে এখন পর্যন্ত জানা যায় নি।