
দিনাজপুর প্রতিনিধি:( সমকাল )
দিনাজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করার অভিযোগে ফরিদুল ইমলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়। এর আগে মঙ্গলবার মধ্যরাতে দিনাজপুর শহরের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফরিদুল ইসলাম দিনাজপুর শহরের কসবা এলাকার নুরুল চৌধুরীর ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, ২৬ বছর বয়সী এক তরুণী বাদী হয়ে গত ৬ আগস্ট কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন। তার অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি ফরিদুল তাকে দিনাজপুর শহরের সিটিপার্কে বেড়াতে নিয়ে যায়। সেখানে বিয়ের কথা বলে পার্কের একটি রুমে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় ফরিদুল গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। এরপর থেকে ৬ আগস্ট পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করে ফরিদুল।
কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর গত মঙ্গলবার রাতে তাকে কাঞ্চন ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।