গজারিয়ায় ডাকাতি, অপহরণ ,গুম অভিযোগের প্রধান আসামি মাহিন গ্রেপ্তার

0
9

খায়েরুল ইসলাম হৃদয়, গজারিয়া-মুন্সিগঞ্জ:

গজারিয়া উপজেলায় ডাকাতি অপহরণ গুম অভিযোগের প্রধান আসামি মাহিন ওরফে উজ্জ্বল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ । শনিবার সকালে ভাটেরচর এলাকা থেকে আসামি কে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। অভিযোগের বাদী ভাটের চর গ্রামের আলহাজ্ব রমিজ উদ্দিনের ছেলে। সোহরাব হোসেন জানান গত ১৭ মে ২০২১ রাতে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাদীর বসতঘর দালানে কেচি গেট ভাঙচুর ও কেটে ডাকাতিসহ অপহরণ গুম হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা করে আসামি চক্র। আটককৃত মাহিন ওহরফে উজ্জ্বল একই গ্রামের মতিউর রহমানের ছেলে । গজারিয়া থানা তদন্ত ওসি তানভির হাসান জাহান মামলার এজাহার ভুক্ত আসামি মাহীন নামে একজনকে আটক করেছে এসআই কামরুল ।এস আই কামরুল আসামির বিষয়ে বলেন আসামি মাহিনকে আটক করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।