

ববি চার্লটনের ৪৯ গোলের রেকর্ড ভাঙার পর বিখ্যাত দৈনিক ‘ডেইলি মিরর’কে দেয়া এক বার্তায় ইংলিশ অধিনায়ক রুনিকে প্রশংসায় ভাসিয়েছেন মেসি। ম্যানইউ তারকার এই অর্জন ইংল্যান্ডকে আসন্ন ইউরো জয়ে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বার্সা সুপারস্টার, ‘রুনি একজন বিজেতা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের সাফল্যের দিকেই এখন সে নজর দেবে।’
এখন পর্যন্ত যাদের সঙ্গে বিপক্ষে মেসি লড়েছেন, তাদের মধ্যে অন্যতম দুর্ধর্ষ ছিলেন রুনি। চোখে পড়ার মতো দারুণ ফুটবলীয় দক্ষতা রয়েছে তার, এমনি উপলব্ধি এমএলটনের, ‘অনেক দক্ষ খেলোয়াড় রয়েছেন। কিন্তু কৌশলগত দক্ষতায় অনন্য গুণের অধিকারী এমন শক্তিশালী খেলোয়াড়ের বিপক্ষে খেলতে আমার বাড়তি অনেক কিছুই করতে হয়েছে। তার মতো এমন আর কেউ নেই।’