নবম দশম শ্রেণী(রসায়ন) পদার্থের অবস্থা (Ststes of Matters),২য় অধ্যায়

0
246
(বিপুল জামান লিখন) অনার্স ৩য় বর্ষ ,পদার্থ বিজ্ঞান বিভাগ:

১.কাপে গরম চা রাখলে নিচের কোনটি ঘটে?

  • ক.বাষ্পীভবন খ.ঊধর্ধপাতন
  • গ.ব্যাপন ঘ.নিঃসরণ

২.নিচের কোনটি ঊর্ধ্ধপাতন পদার্থ?

  • ক.ফ্লোরিন খ.ক্লোরিন
  • গ.ব্রোমিন ঘ.আয়োডিন

৩.ব্যাপনের উৎপত্তির কারণ কী?

  • ক.বিকর্ষণ খ.আকর্ষণ
  • গ.গতিশীলতা ঘ.নিঃসরণ

৪.ময়লার দুর্গন্ধ পচনশীল বস্তুর ভেতর থেকে বেড়িয়ে আসে কোন প্রক্রিয়ায়?

  • ক.অভিস্রবণ খ.পরিস্রাবণ
  • গ.ব্যাপন ঘ.নিঃসরণ

৫.স্বাভাবিক চাপ বলতে কী বুঝায়?

  • ক.Oatm খ.1 atm
  • গ.25 atm ঘ.100 atm

৬. পানির হিমাংক কত?

  • ক.0C খ.10C
  • গ.25C ঘ.100C

৭.কোনটি ঊর্ধ্ধপাতিত পদার্থ?

  • ক.CaCl2 খ.NH4Cl
  • গ.NaCl ঘ.FeCl3

উত্তরঃ-১.ক ২.ঘ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.ক ৭.খ

১.একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন কেন? উত্তর : কোনো পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে গলনাঙ্ক এবং যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। পদার্থ গলনের সময় আন্তঃআণবিক শক্তি কিছুটা কমে যায় এবং কিছুটা দূরত্ব বেড়ে যায়। ফলে গলনের সময় যে পরিমাণ তাপ লাগে, স্ফুটনের সময় এর চেয়ে বেশি পরিমাণ তাপ লাগে। তাই একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন।

২.আয়োডিনে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন? উত্তরঃ- যেসব পদার্থকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয় বা তাপ সরিয়ে নিলে গ্যাসীয় অবস্থা থেকে কঠিনে পরিণত হয়, তাদের উদ্বায়ী পদার্থ বলে। আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ। তাই আয়োডিনে তাপ দিলে তা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়।

.ব্যাপন অপেক্ষা নিঃসরণ দ্রুত হয় কেন? উত্তরঃ- ব্যাপনের ক্ষেত্রে পাত্রে ভেতরে ও বাইরে একই চাপ থাকে এবং কণাগুলোর ইতস্তত স্বতঃস্ফূর্ত চলাচলের কারণে ব্যাপন ঘটে। তাই ব্যাপন প্রক্রিয়া ধীরে ঘটে। অন্যদিকে নিঃসরণের ক্ষেত্রে গ্যাস পাত্রের ভেতরে অধিক চাপ এবং বাইরে চাপ কম থাকে। ফলে সরু ছিদ্র পথ দিয়ে একমুখীভাবে সজোরে গ্যাস বেরিয়ে আসে। তাই নিঃসরণ প্রক্রিয়া দ্রুত হয়।