
জনতার কন্ঠস্বর
মিজানুর রহমান
শব্দ গেঁথে তুলি প্রতিবাদ
বুলেটের চেয়ে ধারালো কলম।
কাগজে আঁকি নতুন স্বদেশের স্বপ্ন,
রক্তের চিহ্ন মুছে
ফুটে উঠে স্বাধীনতার আলো।
যুদ্ধ নয়, চাই শান্তির ডাকে
শোষণের শৃঙ্খল ভেঙে ফেলার গল্প।
কেউ থাকবে না অনাহরে,
সবার হাসি ফুটবে একসাথে।
বন্দুকের গুলির শব্দ নয়,
গানের সুরে ভরে উঠুক এই দেশ।
যে গানে থাকবে মানুষের জয়গান,
জাগবে জনতার কণ্ঠস্বর।