ডিপিএড চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ে প্রশ্ন তৈরি | চতুর্থ শ্রেণির বাংলা প্রশ্ন তৈরি | প্রশ্ন তৈরি চতুর্থ শ্রেণি বাংলা
জ্ঞান মূলকঃ
ক্স বাওয়ালিরা কোথায় রাত কাটান?
ক্স সুন্দরবনের গাছ পালা কোথা থেকে পানি পান?
ক্স আমাদের জন্মভূমির নাম কী?
ক্স মাটির শিল্প বলতে কী বুঝায়?
ক্স সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত?
অনুধাবন মূলকঃ
ক্স মৌয়াল কিভাবে মধু সংগ্রহ করে সে সমর্পকে মতামত দাও?
ক্স দেশকে কেন ভাল বাসতে হবে উদাহরন দাও?
ক্স সুন্দর বনে আমরা কি দেখতে পাই ব্যাখ্যা কর?
ক্স সুন্দরবন হতে কাঠ আহরন নিষিদ্ধ করেছে কেন?
ক্স বাওয়ালিদের কাছে বেশি প্রয়োজন খাবার না পানি কারন দর্শাত্ত?
প্রয়োগ মূলকঃ
ক্স সুন্দরবনকে ঘিরে একটি চিত্র পাঠ তৈরী কর?
ক্স বাওয়ালিদের সর্ম্পকে একটি বনউন্নায়নের তালিকা তৈরী কর?
ক্স সুন্দর বনকে বাঁচিয়ে রাখার জন্য কি করা যেতে পারে