
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বিদ্যালয়
ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন আকন্দের সভাপতিত্বে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, খট্টেশ্বর রাণীনগর ইউপি’র চেয়ারম্যন চন্দনা সারমিন, জেলা শিক্ষা অফিসার লুতফর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বারিক মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ: খালেক, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।