হবিগঞ্জ প্রতিনিধিঃ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসের প্রথম প্রহরে প্রথমবারের মতো হবিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সকল ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসকের কর্মকর্তাগণ।
একুশের প্রথম প্রহরে প্রথমবারের মত হবিগঞ্জ জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিন্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলার সকল দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেণি পেশার মানুষ