
হামিদা আব্বাসী, বিশেষ প্রতিনিধি: আজ শনিবার ২৪/০৪/২০২১ ইং দুপুর ১২ টার দিকে সিলেট মহকুমার অন্তর্ভুক্ত সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আনন্দপুর গ্রামে দরিদ্র রোজাদারদের মুখে হাসি ফোটাতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয় ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে।
ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশন এর এটা ছিল নবম প্রজেক্ট। এর পূর্বেও তারা দরিদ্রদের মুখে হাসি ফুটাতে বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ সম্পন্ন করেছে।
ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশন এর সিলেট শাখার প্রধান সমন্বক রাজু দাশ বলেন, অসংখ্য ধন্যবাদ যাদের ভালোবাসা ও আন্তরিকতায় ৩০ টি দরিদ্র পরিবারের মধ্যে সামান্য ইফতার সামগ্রী উপহার পৌঁছে দিতে পেরেছি।
তিনি আরো বলেন, এই প্রজেক্টের অবদান ইচ্ছে-পূরণ মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আমজাদ হোসাইন হৃদয় ভাই ও ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশন এর সকল সদস্যদের, আমি তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, কেননা তাঁরা গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেন।
এছাড়াও তিনি তাঁর উপস্থিত সকল বন্ধু ও ছোট ভাইদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। যাদের প্রত্যক্ষ সহযোগিতায় দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দিতে পেরেছেন।