শ্রীপুরে জমি জবরদখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

0
14

রাজীব প্রধান (গাজীপুর)প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে মানববন্ধন করছেন ভোক্তভোগী ইব্রাহিমের পরিবার। শনিবার বিকেল ৪ টায় পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার ফখরুদ্দিন কারখানা সংলগ্ন রাস্তার পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের জনগণ। ভোক্তাভোগী ইব্রাহিম জানায়,তার পৌত্রিক ও নিজ ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন ভোগ করার পরও প্রতিপক্ষ আতিকুল ইসলাম গং, জোরজবর দখল করে আমার জমি আত্মসাৎ করার চেষ্টা চালায় এবং বিভিন্ন ভাবে হত্যার হুমকি প্রদান করে। এক পর্যায়ে আমি কোন উপায় না পেয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করি। পাশাপাশি শ্রীপুর সহকারী কমিশনার ভূমি,শ্রীপুর বারবার জমির বিষয়ে মিসকেস করি। তারই ধারাবাহিকতায় গত ০৪-০৪-২৪ ইং তারিখে সরকারি সার্ভেয়ার দ্বারা জমি মাপজোক করার জন্য ঐ অফিস থেকে লোক এসে ঘটনাস্থল পরিদর্শন করে চলে যাওয়ার পরপরই বিবাদী ১.আতিকুল ইসলাম, ২.সোহাগ ৩.মজনু মিয়া উভয় পিতা রহমত আলী,৪. জিল্লু ফকিরের ছেলে জসিম, ৫.মুখলেস ৬.তোফাজ্জল, কালাম, সহ অজ্ঞাত বিবাদীগণ লোহার রড, দা,ইত্যাদি দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় ইব্রাহিম সহ তার পরিবারের ৪/৫ জন সদস্য। পরে এই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। আহতরা গুরুতর যখমপ্রাপ্ত হয়ায় বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এমন নেককারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। পাশাপাশি আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগের সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করারজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার