
২৮শে নভেম্বর ২০২৩,
এরশাদ আবির,
নিজস্ব প্রতিবেদক,
সময়ের পাতা।
কৃষিকে বাংলাদেশের অর্থনীতির প্রাণ মনে করা হয় আর ভবিষ্যতেও এর গুরুত্ব বজায় থাকবে। দেশের বেশির ভাগ মানুষ গ্রামে বাস করে এবং তারা সরাসরি বা অথবা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় উৎপাদনশীল ব্যক্তিখাত। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রামীণ উন্নয়ন মানেই কৃষির উন্নয়ন। আবার কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।
আমাদের মতো দেশের জন্য কৃষি প্রধান খাত বলে গণমাধ্যমে এ বিষয়টিতে অনেক বেশি জোর দিয়ে আসছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব সোহেল আফসান । তার গ্রন্থনা, উপস্থাপনা এবং পরিচালনায় প্রতি রবিবার বিকেল ৪ঃ৪৫ মিনিটে এশিয়ান টেলিভিশনে প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক অনুষ্ঠান “রূপসী বাংলা।” যেখান থেকে উঠে আসে কৃষি ও কৃষকের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সব তথ্য। যা বাংলাদেশের উন্নয়নে বিশাল ভূমিকা রেখে চলেছে। এখন পর্যন্ত এই অনুষ্ঠানের ৯৮ টি পর্ব সফলভাবে প্রচারিত হয়েছে। রূপসী বাংলার সেঞ্চুরি স্পর্শ করতে আর মাত্র দুটি পর্বের অপেক্ষা।
উল্লেখ্য যে গণমাধ্যম ব্যক্তিত্ব সোহেল আফসান ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত মাটি ও মানুষ নামক একটি কৃষি বিষয়ক অনুষ্ঠানের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। “রূপসী বাংলার” পর্বগুলো দেখতে থাকুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।