রাণীনগরে স্কুলের দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা

0
5

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার বদলের সঙ্গে বদলে যাচ্ছে দেশের বিভিন্ন দেয়ালের রুপ। দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। সেই ধারাবাহিকতার নওগাঁর রাণীনগরে বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানার দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাফিতি।
কয়েকদিন ধরে বিভিন্ন সীমানা দেয়ালের নোংরা ময়লা-আবর্জনা পরিষ্কার করে গ্রাফিতি ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আঁকার সরঞ্জাম কিনে মেতে উঠেছেন দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি লেখাসহ নানা পঙক্তি লেখার কাজে। এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাঁদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের-রাষ্ট্রের সংস্কার, ঘুস-দুর্নীতি বন্ধ করা। আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও।#