
আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন হাতিরপুল এলাকায় এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে “রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী” উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উপজেলার ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকাসহ শতবছরের ঐতিহ্য রক্তদহ বিল ঘিরে গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের পরিকল্পনায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফি ফয়সাল তালুকদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি শামিনুর ইসলাম প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় হাতিরপুল এলাকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।