আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: আধুনিক ও ডিজিটাল প্রযুক্তির শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রবেশ করাতে নওগাঁর রাণীনগরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সারাদেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি মাদ্রাসার নবম-দশম শ্রেণীর প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যে ২লক্ষ ট্যাব বিতরন করা হচ্ছে তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরেও এই ট্যাব বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বাধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দ্বিতীয়বারের মতো এই ট্যাব বিতরন কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা রুহুল আমীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ, ইউপি চেয়ারম্যানগন, শিক্ষক প্রমূখ।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ বলেন জনশুমারী কাজে ব্যবহারের জন্য গত বছর সরকার এই ট্যাবগুলো ক্রয় করেন। এরপর শুমারী শেষ হওয়ার পর এই ট্যাবগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই ধরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যাতে এই ট্যাবগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের একটি অংশ হওয়ার গৌরব অর্জন করবে। আর দেশের শিক্ষাখাত আরো একধাপ এগিয়ে যাবে। উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে মোট ১শত ৬৮টি ট্যাব বিতরণ করা হবে। গত ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারা দেশের সঙ্গে উপজেলার ২টি বিদ্যালয়ের ১২জন শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর মঙ্গলবার রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয়বারের মতো এই ট্যাব বিতরণ করা হয়। এছাড়া আগামী ৪এপ্রিল স্থানীয় সাংসদ মহোদয়ের মাধ্যমে উপজেলার অবশিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্যাব তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শেষ করা হবে। দেশের পুরাতন শিক্ষাখাতকে আধুনিকায়ন ও ডিজিটালে রূপান্তর করতে সরকারের এই উদ্যোগ যুগোপযোগি একটি পদক্ষেপ বলে আমি মনে করি।#