
স্টাফ রিপোর্টারঃ ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বালুভরা যুব সংঘের আয়োজনে শুক্রবার বিকেলে খেলাটি উপজেলার বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় স্থানীয় পশ্চিম বালুভরা লায়ন্স দলকে ২-০ গোলে পরাজিত করে পশ্চিম বালুভরা টাইগার দলটি জয়লাভ করে।
এ সময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মিল্টন খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মীর মোয়াজ্জেম হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল মাস্টার, সহ সম্পাদক নয়ন খান, জয়নাল আবেদীন হিল্লোল প্রমূখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ