রাণীনগরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

0
5

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয় উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন ভবনে উপজেলা বিএনপির আহবায়ক মোসারব হোসেনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা সব জায়গায় শান্তিপূর্ন পরিবেশ রজায় রাখতে কি কি করনীয় এবং দলীয় শৃঙ্খলা মেনে সাংগঠনিক কর্মকান্ডকে সঠিক ভাবে পরিচালনা করাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ের নির্দেশনা উপজেলার তৃণমূল পর্যায়ের সকল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে পৌছে দিতেই মূলত এমন সমাবেশের আয়োজনা করা হয়েছে বলে জানান আয়োজকরা।

সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জ্যেষ্ঠ বিএনপি নেতা এস এম আল ফারুক জেমস, কাজী রবিউল ইসলাম, এচাহক আলী, মোখলেছুর রহমান, নয়ন খান লুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমুখ। এছাড়াও সমাবেশে উপজেলার আটটি ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সম্পাদকরা বিভিন্ন বিষয়ে তাদের গঠনমূলক বক্তব্য তুলে ধরেন।

এসময় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন পানি ঘোলা করে কখনো মাছ শিকার করা যায় না। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের বৃহত্তম দল বিএনপিকে বিজয়ী করে ঘরে ফিরতে চাইলে অবশ্যই দলবল নির্বিশেষে উপজেলার প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আগামীর জন্য তাদের কাছ থেকে ভোট প্রার্থনা করতে হবে। আর এর জন্য অবশ্যই বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল শ্রেণির প্রতিটি নেতাকর্মীদের সভ্য হতে হবে। অত্যাচারের বিনিময়ে অত্যাচার নয় ভালোবেসে শত্রুদের বুকে টেনে নিতে হবে। দেশের এমন ক্রান্তিকালে যতদিন না সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে এবং পুলিশ বাহিনী পুরোপুরি মাঠে না নামছে ততদিন বিএনপির প্রতিটি নেতাকর্মীদের উপজেলার প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদানে ঢাল হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।#