রাণীনগরে প্রধামন্ত্রীর ঈদ উপহার পেলো ৪১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

0
6

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেলো ৪১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ৪৯২টি উপজেলায় এই ঘরের উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার কালীগ্রাম ইউনিয়নে নির্মিত ১১টি ও বড়গাছা ইউনিয়নে নির্মিত ৩০টি মোট ৪১টি ঘরের চাবি ও দলিলপত্র আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান ও কয়েকজন সুবিধাভোগী। এছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও সকল সুবিধোভোগীরাও উপস্থিত ছিলেন।