রাণীনগরে পারইল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

0
5

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরের ৪নং পারইল ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে আগামী অর্থ বছরের (২০২৩-২০২৪) রাজস্ব ১৪লাখ ৫শত টাকা আর উন্নয়ন ১কোটি ৬৫লাখ ৩৫হাজার ৫শত ১৮টাকার বাজেট ও কর্মপরিকল্পনা পেশ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, সাবেক চেয়ারম্যান হবিবর রহমান, মুক্তিযোদ্ধা এম এম সোলায়মান, পরিষদের সকল সদস্য, সচিব তরিকুল ইসলাম ও বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।