মো: আওরঙ্গজেব হোসেন রাব্বী, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁর রাণীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহকারী কমিশনার (ভ’মি) হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মৎস্য কর্মকর্তা শিল্পী রাণী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, থানার ওসি (তদন্ত) সেলিম রেজা প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দফতরের ১৬টি স্টল এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।।#