রাণীনগরে চার জুয়ারীসহ ছয়জন আটক

0
6

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে চার জন জুয়ারী ও পরোয়ানা মূলে দুই জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে ও রাতে তাদের ছয় জনকে আটক করা হয়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার বড়গাছা ইউনিয়নের আকনা গ্রামের হাটখোলা নামক ভিটাতে জুয়ার আসর পরিচালনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালনো হয় এসময় জুয়ার আসর থেকে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত আক্কছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (৫১), একই গ্রামের মৃত মহির আকন্দের ছেলে সালাম আকন্দ (৫৮) ও পাশর্^বতী আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে রহিদুল ইসলাম (৪৮), সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের আজাহার আলীর ছেলে বাবুল শেখ (৫৫) নামের চার জনকে আটক করা হয়। এসময় নগদ ৫হাজার ৩শ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ। অভিযানের সময় দুইজন জুয়ারী পালিয়ে যায়। আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে আদালতের জিআর মামলার পরোয়ানা মূলে রবিবার রাতে অভিযান চালিয়ে রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মোজাম্মেলের ছেলে সাগর প্রাং(২৮) ও খট্টেশ^র গ্রামের মৃত আজিজুরের ছেলে মাসুদ রানা বুলেট (৩২) নামের দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতদের রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।#