আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাপ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম গাঁজাসহ রকি ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার ত্রিমোহনী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রকি নওগাঁ সদর থানার চুনিয়াগাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ত্রিমোহনী বাজার এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রকি ইসলামকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক রকির বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।#