
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব এবং হলসুপারকে ১৫হাজার করে ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে পরীক্ষা চলাকালে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হুসেইন এই অভিযান পরিচালনা করেন।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হুসেইন বলেন,বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় বাংলা ২য় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে যথাযথভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ ওঠে। এঘটনায় দুপুরে সদরের আল আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে সত্যতা পাওয়ায় ওই মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব শরিফ উদ্দীন মাজহারীকে ১৫ হাজার টাকা এবং হল সুপার পারইল ইসলামি দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে পরীক্ষার সকল দায়িত্ব থেকে ওই দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।#