
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকে তিন দিন ব্যাপী গনটিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কেন্দ্র পরিদর্শন ও টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি। জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ জানান উপজেলায় ২৬ টি কেন্দ্রে প্রতিদিন ৩’শত করে মোট ৭ হাজার আট’শ মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে। এর ধারাবাহিকতায় প্রথম দিন আহসানগঞ্জ, কালিকাপুর, মনিয়ারি এবং হাটকালুপাড়া ইউনিয়নে ৩’শ করে ৯টি কেন্দ্রে ২৭’শ মানুষকে প্রথম ডোজ টিকা দেয়া হয়।
