
কুড়িগ্রাম প্রতিনিধি: “মনের ভয়কে দূর করুন, স্বেচ্ছায় রক্তদান করুন” এই স্লোগানকে সামনে রেখে ব্লাড ব্যাংক কুড়িগ্রামের উদ্যোগে স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টায় ৬ষ্ঠ বারের মত সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মাঠে সকল বয়সের ২ শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই সংগঠনের উদ্যোগে এ পর্যন্ত এক হাজার ২৭৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সংগঠনের ৫০ জন সদস্যের মধ্যে বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫ জনের একটি দল প্রত্যন্ত এলাকায় এসব রক্তের গ্রুপ নির্ণয় করে থাকেন।
সংগঠনটিকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন কয়েকজন পেশাজীবী ও ডাক্তার। এছাড়াও সংগঠনটি শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা ও সমাজ সেবামূলক কর্মকান্ড করে যাচ্ছেন। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা নবম শ্রেণীর শিক্ষার্থী লতা খাতুন জানায়, “আমি রক্তের গ্রুপ জানতাম না। ব্লাড ব্যাংকের মাধ্যমে জেনেছি। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ।
” ব্লাড ব্যাংক কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ বলেন, “আমরা প্রত্যন্ত এলাকায় স্বেচ্ছায়, ডাক্তার ও পেশাজীবী কয়েকজনের সহযোগিতায় একটি দলের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করি। প্রত্যেক দলে ২০ থেকে ২৫ জন থাকে। আমরা এই কার্যক্রম আরো ব্যাপক হারে প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠান, প্রত্যন্ত এলাকায় করতে চাই। এর জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন।”