সময়ের পাতা: কুড়িগ্রামে প্রচণ্ড শীতে কৃষকেরা মাঠে কাজ করতে না পারায় বোরো আবাদ বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মঞ্জুরুল হক বলেন, ঠান্ডায় বোরো ধানের চারার বেড়ে উঠতে সময় লাগে; এছাড়া এ সময় চারাগুলো কোল্ড ইনজুরিতে ভোগে।
“তাছাড়া প্রচণ্ড শীতের কারণে কৃষি শ্রমিকেরাও মাঠে কাজ করতে পারছে না; শ্রমিক সঙ্কটে ভুগছেন কৃষকরা। ফলে রোবো আবাদ পিছিয়ে পড়েছে। তবে আবহাওয়ার উন্নতি হলে এ ঘাটতি পূরণ হবে; এতে কৃষকের তেমন একটা ক্ষতি হবে না।”
চলতি বছর জেলায় ১ লক্ষ ১২ হাজার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে এ কৃষি কর্মকর্তা জানান।
এদিকে কুড়িগ্রাম রাজারহাট আব্হাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলছেন, সামনে জেলার তাপমাত্রা কিছুটা উন্নতি হবে। এদিকে প্রচণ্ড শীতে স্বাভাবিক জীবন যাপন ব্যহত হচ্ছে। ঠান্ডায় কাতর ছিন্নমূল মানুষ ভুগছেন শীতবস্ত্রের অভাবে