
মারুফ হাসান ত্বোহা:
জনাব মোঃ আব্দুল মালেক মাষ্টার। কুড়িগ্রাম সদর উপজেলার ৪নং ঘোগাদহ ইউনিয়ন পরিষদের পরপর দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান। নিরলস পরিশ্রমী মোঃ আব্দুল মালেক মাষ্টার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন দুই মেয়াদে ।
মূলত পেশা তার শিক্ষকতা, কিন্তু জনগনের চাওয়া ও ভালোবাসার প্রতিদান স্বরূপ ঘোগাদহ ইউনিয়নের ২০০৩ সালে তিনি চাকা প্রতীক নিয়ে প্রথম নির্বাচন করেন। ঐ নির্বাচনে নিরষ্কুশ ভোট পেয়ে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ঘোগাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় ২০১১ সালে। ব্যাপক জনসমর্থন ও মানুষের পাশে থাকার তাগিদে সেই নির্বাচনেও তিনি মনোনয়ন দাখিল করেন। সেবছর তিনি নির্বাচন করেন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে। প্রথমবারের মতো দ্বিতীয় নির্বাচনেও ঘোগাদহ ইউনিয়নের জনগন জনাব মোঃ আব্দুল মালেক মাষ্টারের উপর আস্থা রাখেন। ঐ নির্বাচনেও তিনি জয়লাভ করেন। চেয়ারম্যান থাকাকালীন মেধা ও মনন দিয়ে কাজ করে গেছেন ইউনিয়নবাসীর সাথে থেকে,শতভাগ স্যানিটেশন,ঘোগাদহ ইউনিয়ন কমপ্লেক্স সহ বিভিন্ন উন্নয়নমূলক, সচেতনামূলক ও সমাজসমর্থিত কাজের সাথে ঘোগাদহ ইউনিয়ন যুক্ত হয়েছে তার সময়েই। তিনি তার অবদানের জন্য বিভিন্ন সময় পেয়েছেন নানা পদক-পুরষ্কার। যেসকল পুরষ্কার ঘোগাদহ ইউনিয়নবাসীকে দিয়েছে গর্ব ও অহংকার করার খোরাক।
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন মাদার তেরেসা এওয়ার্ড -২০১২,

“মহাকবি কায়কোবাদ সম্মাননা-২০১২”, ও কবি সুফিয়া কামাল সম্মাননা-২০১২”

কুড়িগ্রাম জেলার আদর্শ ইউপি চেয়ারম্যান হিসেবে মনোনিত হয়ে পেয়েছেন নবাব সিরাজউদ্দৌলা সিজেএফবি পদক ২০১২ ও মানবাধিকার সম্মাননা।
