আদিতমারিতে গাজাসহ গ্রেপ্তার ০১

0
13

রাসেল মাহমুদ পাটগ্রাম প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা আদিতমারি থানাধিন ডিবি পুলিশ অভিযানে আদিতমারি ২নং ওয়ার্ড থেকে ০২ কেজি গাজাসহ ০১ জনকে বসতবাড়ি হতে গ্রেপ্তার করা হয়েছে।

আদিতমারিতে গাজাসহ গ্রেপ্তার ০১
আদিতমারিতে গাজাসহ গ্রেপ্তার ০১

উক্ত গাজা বিক্রির উদেশ্যে আসামি তার নিজ বসত ঘরে ট্রলির খোলা টায়ারের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রেখেছিল।

এই সংক্রান্তে আদিতমারি থানায় আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। উদ্বারকারী অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন ও অফিসার এবং সঙ্গীয় ফোর্স।