রবিন মিয়া, স্টাফ রিপোর্টার সময়ের পাতা: চট্টগ্রামের বাঁশাখালীতে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের সাথে বিক্ষোভকারী শ্রমিকদের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। নিহতদের মাঝে একজনের নাম মোহাম্মদ রাহাত (২২)।এই তরুণের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওর কাটখাল গ্রামের মো:ফালু মিয়ার ছেলে।
কয়লা বিদ্যুৎ কেন্দ্রে রমজান মাসে শ্রমিকদের ইফতার ও বেতনভাতাসহ নানা কারণে অসন্তোষ দেখা দিলে শুরু হয় বিক্ষোভ। শনিবার (১৭ এপ্রিল) এক পর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের দমন করতে ঘটনাস্থলে আসে পুলিশ।
উভয় পক্ষের সংঘর্ষে রাহাতসহ ৫ শ্রমিক নিহত হয়।এদিকে রাহাতের অকাল মৃত্যুর খবর শুনে পুরো গ্রামে যেন শোকের ছায়া নেমে এসেছে। গ্রাম বাসিরা এবং নিহত রাহাতের পরিবার এই ঘটনার সুষ্ট বিচার দাবি করেন।
বাকি নিহতরা হলেন হলেন- শুভ (২৩), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২) ও রায়হান (২০)।