দাড়িয়ে থাকা ট্রাকে চলন্ত পিক-আপের ধাক্কায় চালকসহ নিহতঃ-২

0
32

বিপুল জামান লিখন,নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন পিডিবি গ্রীডের সামনে দাঁড়ানো সিমেন্টবাহী একটি ট্রাকের পিছনে চলন্ত পিক-আপের ধাক্কায় চালক সহ দুইজন নিহত হয়েছে। সে সময় কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে পিক-আপ মালিক তরিকুল ইসলাম (৩৫) ও বারহাট্টা উপজেলার চানপুর গ্রামের নুরুজ্জামান (৩২) তৎক্ষনাৎ নিহত হয়। ১২ ই মার্চ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায় যায়, আজ সকালে ঘটনাস্থলে সিমেন্টবাহী একটি ট্রাক সড়কের পাশে বিকল ঢাকা মেট্রো– উ- ১৪-২৬০৫ হওয়া চাকা মেরামত করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ডিম পরিবহনকারী দ্রুতগামী ঢাকা মেট্রো ন- ২০৯০৩৩ পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিক-আপে থাকা দুইজন নিহত হয়।

এসময় একজন আহত হয়েছে। পুলিশ ট্রাক ও পিক-আপ আটক করলেও ট্রাক চালক পলাতক রয়েছে।নেত্রকোনা মডেল থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।