কেন্দুয়ায় ৭ মার্চ উৎযাপন ও কলমাকান্দা নারী দিবস

0
14

বিপুল জামান লিখন,নেত্রকোনা প্রতিনিধি

ঐতিহাসিক ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ উদযাপন উ্পলক্ষে কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ গ্রামের প্রখ্যাত কবির স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ রওশন ইজদানী একাডেমীতে কবিতা আবৃত্তি, চিত্র অঙ্কন, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর কর্মসূচি নিয়ে পালিত হয়।

এসময়ে আরও উপস্থিত ছিলেন বিদ্যাবল্লভ সপ্রাবির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার, রওশন ইজদানী একাডেমীর সকল সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ প্রমুখ।
এ সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির এঁর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিরুল ইসলামের পরিচালনায় সোমবার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গড়াডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক সেলিম, প্রস্তাবিত কমিটির সদস্য আবুল হোসেন,বিদ্যাবল্লভ সপ্রাবির সহকারী শিক্ষক আমির হামজা।
পরে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, চিত্র অঙ্কন, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর কর্মসূচি নিয়ে পালিত হয়।

এছাড়াও নেত্রকোণার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বর্ণাঢ্য ,রেলী , নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী,আলোচনা সভাও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ সোহেল রানার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের সঞ্চালনায় “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” বিষয়ক আলেচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু।
এ সময় উপস্থিত ছিলেন নারী উন্নয়ন ফোরামের জেলা ফেসিলেটর আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, সম্পাদক ফখরুল আলম খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি এড্ মিজানুর রহমান সেলিম,বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, মহিলা পরিষদ রেখা আক্তার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি চামেলী খাতুন, সাংবাদিক রীনা হায়াৎ ও সারাসহ বিভিন্ন এনজিও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।