
বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধিঃ-নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের এক কৃষকের ৫ গরু মশার কয়েলের আগুনে গোয়ালঘরে মৃত্যু হয়েছে।এই অগ্নিকাণ্ডে আব্দুল নূর নামের ব্যক্তির প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে।
২০ সেপ্টেম্বর(সোমবার) রাত ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
এ নিয়ে সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলনে,মশা তাড়ানোর জন্য মশার কয়েলে দেওয়ার ফলে এই ঘটনা ঘটে।আমরা আগুন লাগার পর ২ ঘন্টা আগুন নেভানোর চেষ্টা করছি কিন্তু ততক্ষণে গরুগুলো পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা পরিদর্শন করে বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং চেষ্টা করছি কৃষককে আর্থিক সহায়তা করার জন্য।