
এরশাদ আবির, জাককানইবি প্রতিনিধি:
ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। আজ বুধবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দীন এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. সুব্রত কুমার দে। আলোচনায় বক্তারা হিসাববিজ্ঞান বিষয়ের গুরুত্ব এবং আজকের দিনে এ বিষয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানলাভের জন্য উদ্বুদ্ধ করেন। আয়োজনে বক্তারা বলেন, হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এই পেশায় নিয়োজিত সকল মানুষের কাছে এই দিবসটি তাৎপর্যপূর্ণ। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী আঁখি আকতার জানান, “আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালনের মাধ্যমে এ বিষয়ে পড়াশোনার প্রতি উৎসাহ এবং উদ্দীপনা বাড়ছে।” উল্লেখ্য যে, বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের উদ্যোগে দেশের ৮ বিভাগের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পালিত হয়েছে দিবসটি।