
আরফাত রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী রাজবাড়ী জেলার বৃহত্তর একটি ইউনিয়ন মিজানপুর ৷ এই ইউনিয়নে ভোটারসংখ্যা প্রায় ত্রিশ হাজার৷ বৃহত্তর এই ইউনিয়নে কিছিদিন বাদেই নির্বাচন৷ চলছে নির্বাচনি প্রচারনাও৷ তবে নির্বাচনের প্রধান আকর্ষন জনাব মো: আমিন উদ্দিন আহমেদ টুকু মিজি৷ জন মানুষের নেতা জনাব মো: আমিন উদ্দিন আহমেদ টুকু মিজি ,মানুষের কাছে পরিচিত মানবতার ফেরিওয়ালা নামে৷ দীর্ঘ দিন ধরেই নি:স্বার্থে করে আসছেন জনমানুষের সেবা ৷ মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব মো: আমিন উদ্দিন আহমেদ টুকু মিজি এইবারের আসন্ন মিজানপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী৷ তিনি আওয়ামীলীগ মনোনিত৷ তারই নির্বাচনি প্রচারনার জন্য ২৫ সেপ্টেম্বর সোমবার, ৪ নং ওয়ার্ডে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ৷ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জনাম মিজানুর রহমান মিঠুর সঞ্চালনায় সভায় বকৃক্তি দেন, জনাব সুজন আহম্মেদ নুরাল, ( সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক, মিজানপুর মধ্যাঞ্চল) জনাব আয়মান আহসাফ মুক্তার, ( সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক, মিজানপুর পশ্চিমাঞ্চল! জনাব আজম মন্ডল-(সিনিয়র সহ-সভাপতি, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগ) জনাব মো: আব্দুস সালাম বিশ্বাস, (সভাপতি, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলিগ) জনাব শিহাব আহমেদ, ( সাবেক ছাত্রলীগ সভাপতি, রাজবাড়ী সদর, রাজবাড়ী) এছাড়াও বক্তব্য দেন স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় মুরব্বী জনাব মো: আমজাদ শেখ সোহেল৷ ইউনিয়নের উন্নয়নের স্বার্থে মানবতার ফেরিওয়ালা জনাব মো: আমিন উদ্দিন আহমেদ টুকু মিজির জন্য ভোট চেয়ে আলোচনা সভা শেষ করা হয়৷