
রাজীব প্রধান,শ্রীপুর-গাজীপুরঃ– গাজীপুরের শ্রীপুরে, বঙ্গবন্ধু সাফারি পার্কের চার নাম্বার গেইটের কাছাকাছি অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ,
মঙ্গলবার সকালে স্থানীয় মহিলারা পার্কের চার নাম্বার গেইটের কাছাকাছি ভাঙা দেওয়াল দিয়ে ডুকে লাকরি খুঁজতে গিয়ে লাশ দেখতে পায়,
স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ এসে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে, যুবকের পরিচয় পাওয়া যায়নি তবে,বয়স ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে যুবকে কেউ হত্যা করে ফেলে রেখেছে সাফারি পার্কের ভিতরে,
যুবকের গলায় প্যান্টের বেল্ট দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে এবং মুখে কসটেপ লাগানো আছে।
প্রাথমিক ভাবে কিছু বলা যাচ্ছে না কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে,
লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরের শেষে জানা যাবে বলে জানায় পুলিশ।