
সোহেল আহমেদ ভূঁইয়া নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বন্দরে সোনাকান্দা সামাজিক সাংস্কৃতিক সংসদের উদ্যোগে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। ১৯ অক্টোবর বাদ মাগরিব সোনাকান্দা সামাজিক সাংস্কৃতিক সংসদ কার্যালয়ে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক আজিজ। সোনাকান্দা সামাজিক সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম আহম্মেদের সভাপতিত্ব ও সোনাকান্দা সামাজিক সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহিন, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান সোবহান বেপারী, বন্দর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সময় ডট কমের সম্পাদক শহিদুল ইসলাম শিপু, সোনাকান্দা সামাজিক সাংস্কৃতিক সংসদের সহ সভাপতি আনোয়ার পারভেজ সুজন, আতিকুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাঈদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান নাহিদ, সোনাকান্দা এনায়েতনগর নয়াপাড়া পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ টুটুল প্রমুখ।