
নূরতাজ লাইফস্টাইল টংগিবাড়ী শাখায় ৫ই আগষ্টের পর থেকে ছাত্রদল পরিচয় দিয়ে নয়ন, দূর্জয়, তুষার বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে আসছে এবং বিভিন্ন সময় দোকানের কর্মচারিদের ডিস্টার্ব এবং নূরতাজ এর মালিক মোঃ সেলিম শেখ’কে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে টাকা না দিয়ে দোকান পরিচালনা না করার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে। নয়ন ফোন করে নূরতাজের দোকানের মালিক সেলিম শেখ টংগিবাড়ী দোকানে আসতে না বলে এবং আসলে হাত পা ভেঙে দেয়ার এবং মেরে ফেলার হুমকি দেয়। এছাড়া সংঙ্গবদ্ধভাবে নয়ন, তুষার ও দূর্জয় নামে হুমকি ধামকি দিয়ে আসছে, সর্বশেষ তারা টংগিবাড়ী শপটি বন্ধ করে দেয় এবং তাদের দাবীকৃত টাকা পরিশোধ না করলে দোকান চালু করতে দিবেনা এমন কি দোকান লুট করে নিয়ে যাবে।
সর্বশেষ তারা গত রমজানে তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে ব্যবসা পরিচালনা করতে দেবে না মর্মে হুমকি প্রদান করে আসছে। এবং রমজানের পর থেকে দোকান বন্ধ করে দেয়, নূরতাজ এর স্টাফ দোকান চালু করতে গেলে দূর্যয়ের নেতৃত্বে স্টাফকে দোকান খুলতে বাধা দেয়, এবং প্রাণ ভয়ে নূরতাজ এর স্টাফ মোঃ আরিফ দোকান না খুলে চলে আসে এবং বিষয়টি নূরতাজ এর মালিককে অবগত করেন।
এই দিকে নয়ন, তুষার ও দূর্জয়কে বেশ কয়েকবার ফোন করলে তারা ফোন রিসিভ করেনি, দূর্জয় ফোন রিসিভ করলেও নূরতাজ বলার সাথে সাথে ফোন কেটে দেয়।
সেলিম শেখ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি নিয়ে খুবই আতঙ্কিত এবং তার স্টাফ ও দোকানের নিরাপত্তা নিয়ে খুবই সংকিত এবং তিনি জানান বিষয় নিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে এবং খুব দ্রত আইনের আশ্রয় নেয়া হবে।