দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় ঘাস, ঘাসের বীজ, সাইলেজ প্রমোশনে প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD এর আর্থিক সহযোগিতা এবং PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রাণী সম্পদের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নওগাঁ জেলার তিনটি উপজেলায় (নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই) এবং বগুড়া জেলার দুইটি উপজেলায় (দুপচাঁচিয়া ও আদমদীঘি)।
প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের বর্মনপাড়া গ্রামে এই ঘাসের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নারিশ ফিড ডিলার মোঃ আব্দুল বাছেদ প্রাং, কুন্দগ্রাম, আদমদীঘি উপজেলা। তিনি ফিডের কার্যকারীতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং খামারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং এতে বেশ কিছু খামারি রেডি ফিড ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন।, আরও উপস্থিত ছিলেন ঘাসের ডিলার পয়েন্ট উদ্দোক্তা মোঃ বেলাল হোসেন, তিনি খামারীদের চাহিদা অনুযায়ী ঘাস সরবরাহ করতে পারবে বলে সকলকে অবহিত করেন এবং ঘাসের উপকারীতা, নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং খামারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন, এতে বেশ কিছু খামারি ঘাস ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন, এরিয়া ম্যানেজার, সিবাক এ্যানিম্যাল এণ্ড হেলথ্ কেয়ার কোং লিঃ তিনি ঘাসের কার্যকারিতা, খামারীদের খামার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন মোঃ জাহিরুল ইসলাম, মার্কেটিং অফিসার, ইন্টারকেয়ার এগ্রো লিমিটেড। ঘাস, ঘাসের বীজ, সাইলেজ প্রমোশনে প্রমোশনাল ক্যাম্পেইনের শেষে লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসাবে ঘাসের বীজ ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর -২, মোঃ রুহুল আমিন, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর -৪, মোঃ কায়েশ সরদার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটিটের , মোঃ মাহবুব হোসেন, কুন্দগ্রাম ইউনিয়নের এল এস পি ও খামারী সহ অনেকেই।