কয়রায় গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেন অধ্যাপক ডা.মোঃ শহীদ উল্লাহ

0
29

শুভ মন্ডল-কয়রা প্রতিনিধি:

কয়রায় শীতার্থ অসহায় মানুষের মাঝে খুলনা জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়ানের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অধ্যাপক ডা.মোঃ শেখ শহিদুল্লাহর উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে। ২৮ ডিসেম্বর বেলা ১১ টায় কয়রা সদর ইউনিয়নের ওড়াতলা হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ডিএম ইখতিয়ার উদ্দিন হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদরাসার ছাত্র ও সাত ইউনিয়ানে তিন শত শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন অধ্যাপক ডাঃ শেখ মোহাম্মদ শহিদুল্লাহ। অনুষ্টানে সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস,থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিশিত রজ্ঞন মিস্ত্রি,প্রেসকাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধীরাজ কুমার রায়, মাদরাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান ,শিক্ষক মাওলানা আব্দুল ওহাব, মাওলানা অলিউল্যাহ,শ্রমিকলীগ নেতা মেহেদী হাসান লিটন প্রমুখ।